Adi Sanatani

আদি সনাতনি কোন জাতি, ধর্ম, বর্ণ বা কোন ধর্মীয় অনুভূতির প্রতি বিশ্বাস কে আঘাত করেনা বরং আমাদের স্পষ্ট উদ্দেশ্য হলো সমাজে থাকা অন্ধবিশ্বাস, পাখন্ড এবং কুরিতীর থেকে মানুষকে সরিয়ে বিজ্ঞান মনস্ক করে তোলা। অজ্ঞানতা অন্ধবিশ্বাসের মূল কারণ হয়ে উঠেছে। এই চ্যানেল সঠিক প্রমাণ অনুযায়ী দীর্ঘদিনের প্রচলিত অন্ধবিশ্বাস, সামাজিক রীতি ও কুপ্রথার প্রতি জন সাধারণ কে সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ও তার সম্ভাবনা রয়েছে । একমাত্র বিজ্ঞানই যা মানব জাতির ভবিষ্যৎ ।

Legal Note:-
Adi Sanatani promotes the Fundamental Duty of Art.
51A(h) of the Indian Constitution. i,e. Scientific temperament.