GAPPO KOTHA

নমস্কার, আমি অর্পিতা মন্ডল। আমার চ্যানেল " গপ্পো কথা" তে আপনাদের সবাইকে স্বাগত। কমবেশী সবাই আমরা গল্প শুনতে ভালোবাসি। তাই শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই নিয়ে এসেছি বিভিন্ন ধরনের গল্পের সমাহার,যা কখনো আমাদের নিয়ে যাবে ফেলে আসা শৈশবে,কখনো বা বর্তমান বাস্তবতায় , আবার কখনো কল্পনার জগতে।