ভালবাসার মানচিত্র

বেদনালয়ের গভীরে লুকানো গল্পগুলো এখানেই ফোটে। নিঃশব্দ অশ্রু আর হারানো স্বপ্নের আড্ডা,
ছায়াবৃত্তে বাঁধা অনুভূতির এক ফাঁকা জগৎ।
যেখানে আলো আসে না, সেখানে আমার গল্প জন্মায়।
ছায়াবৃত্তে বাঁধা অনুভূতি, রহস্যময়তা, নিঃশব্দতা—আমি।