THE BENGALI DIPLOMACY

নমঃস্কার।
Global Diplomasy-তে ত্রিকালজ্ঞ বলে কিছু কি না আমার জানা নেই। আর আমি ত্রিকালজ্ঞ নই। এই আকাশ গঙ্গার ছোট্ট একটা গ্রহে বসে এই ছোট্ট মানুষটার ক্ষুদ্র মস্তিষ্কে আসা Diplomacy নিয়ে বৃহৎ চিন্তাগুলোকে সহজ সরল করে আপনাদের সামনে প্রকাশ করবার প্রয়াস করতে এসেছি।
আপনারা বোধয় জানেন Diplomacy-তে ভুল বা ঠিক বলে কিছু হয় না। যেটা যার কাছে ভালো,সেটা তার কাছে ঠিক।
আমার জন্য ভালো সেটাই,যেটা আমার দেশের জন্য ভালো।
আমার মনে হয়,“DIPLOMACY হল—প্রাচীন অতীতের সাথে বর্তমানের চুক্তি এবং ভবিষ্যতের সন্ধি।”


“खड्गेन आक्रम्य भुंजीत:, वीर भोग्या वसुंधरा।।”