কবিতা,গল্প, উপন্যাস- এগুলো সবসময়ই ছিল এবং আছে আমার ভালোবাসার অঙ্গন জুড়ে। আর আবৃত্তি, পঠন এসব শুধুই নিজের শখের বসে করা। অবশেষে শখ আর ভালোবাসাকে সাথে নিয়ে শুরু করে দিলাম এই চ্যানেল......একা এবং অপারদর্শী হাতে। তবে ইচ্ছা, ভালোবাসা আর উৎসাহের কোন কমতি নেই। অনেক ভুলত্রুটি আছে- সেটা মেনে নিয়েই বলছি, সবার ক্ষমাসুন্দর দৃষ্টিই আমার চলার পথের সবচেয়ে বড় অনুপ্রেরণা।