Sristy Education Family

আসসালামু আলাইকুম।
আমার আবাসভূমি টাঙ্গাইল, আমার প্রিয় এই মাতৃস্থানের মাধ্যমে দেশের সেবা করার প্রত্যয়ে ১৯৯৩ সালের ৫ জুন সৃষ্টি শিক্ষা পরিবারের যাত্রা শুরু, লক্ষ্য টাঙ্গাইলের পাশাপাশি বাংলাদেশের ৬৪ জেলায় উন্নত শিক্ষাসেবা ছড়িয়ে দেয়া। আমাদের সেই লক্ষ্য ক্রমেই পূর্ণতা পাচ্ছে। বাংলাদেশের সকল জেলার শিক্ষার্থী আজ সৃষ্টির শিক্ষাসেবা গ্রহণ করছে।

আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন নিয়মের নিগড়ে বাঁধা সুশৃঙ্খল, সুশিক্ষিত, নিবেদিত প্রাণ এক বিশাল দক্ষ জনশক্তি। যাদের মেধা, শ্রম ও আত্মিক সহযোগিতায় আমাদের সকল কর্মকান্ড হচ্ছে সফলতায় অভিষিক্ত।

ইতোমধ্যেই টাঙ্গাইলের পাশাপাশি শিক্ষা বোর্ডের অনুমোদনসহ সৃষ্টি তার শাখা প্রসারিত করেছে ঢাকা, খুলনা, রাজশাহী, গাজীপুর, জামালপুর, সিরাজগঞ্জ, শেরপুর ও আশুলিয়ায়। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষানুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

~ ড. শরিফুল ইসলাম রিপন পিএমজেএফ
চেয়ারম্যান & এমডি
সৃষ্টি শিক্ষা পরিবার
সৃষ্টি ফাউন্ডেশন
সৃষ্টি শিক্ষা ফাউন্ডেশন
ডিসট্রিক্ট গভর্ণর (২০১৭-১৮)
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩১৫ এ২ বাংলাদেশ