Payra Tv

প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। পায়রার টিভিতে আপনাদের স্বাগতম। পায়রার টিভি আপনাদের কাছে তিনটি বিষয় প্রোবাইট করছে।

১। সহজ উপায়ে সুন্দর জীবন।
২। ইসলামের আলোয় পথ চলি,
কোরআন হাদিসে জীবন গড়ি।
৩। সুস্থ থাকার অধিকার,
পায়রা টিভির অঙ্গীকার।

১। সহজ উপায়ে সুন্দর জীবন:-
আমাদের জীবনযাত্রা চলাকালে আমরা অনেক ছোট বড়ো সমস্যায় পরে থাকি। কিন্তু এই সমস্যা থেকে উদ্ধারের সহজ পদ্ধতি যদি আমাদের জানা থাকে তাহলে বাঁচতে পারে আমাদের জান ও মাল।

২। ইসলামের আলোয় পথ চলি,কোরআন হাদিসে জীবন গড়ি:-
ধর্ম ছাড়া একজন মানুষ সচেতন ও সুনাগরিক হতে পারে না। তাই ইসলাম একটি শান্তির ধর্ম। আল কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল হাদিস হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর রেখে যাওয়া বাণী।

৩। ভিউয়ার আমরা সবাই চাই সুস্থ থাকতে। কিন্তু জীবনে চলার ক্ষেত্রে আমরা অনেক কিছু মেনে চলি না। যার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। আর এ জন্যই আমরা সহজ উপায় আপনাদের টিউটিরিয়াল উপহার দিয়ে থাকবো।যাতে আপনারা সুস্থ থাকতে পারেন এবং অন্যকে সুস্থ রাখতে পারেন।