নমস্কার বন্ধুরা, Sagar sathi channelথেকে, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ভালোবাসা, আমাদের এই চ্যানেল দেখলে, আপনাদের বাড়ি বাচ্চা কে তবলা শেখাতে পারবেন, গান শেখাতে পারবেন, এবং খুব মিষ্টি মিষ্টি গান শুনতে পাবেন, যেমন বাউল গান, আধুনিক গান, নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, এবং আরো জানা অজানা ভিডিও , এবং, না দেখা অনেক জিনিস দেখতে পাবেন, এবং,আপনাদের সঙ্গে আমাদের পরিচিতির জন্যে আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের যথাসম্ভব আনন্দ দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ প্রত্যেক বন্ধুকে। খুব কষ্ট এবং অভাব-অনটনের মধ্য থেকে, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি, এবং আনন্দে থাকার চেষ্টা করি।