Mukhalas Organization, a non-political, non-profit, and trusted Salafi organization, has an affiliate institution named An-Naseeha Dawah Center. This center is dedicated to establishing Tawheed and Sunnah by eliminating shirk and bid'ah from society.
অরাজনৈতিক, অলাভজনক বিশ্বস্ত সালাফী সংস্থা Mukhalas Organization এর একটি অঙ্গ প্রতিষ্ঠান হলো An-Naseeha Dawah Center। এই প্রতিষ্ঠানটি সমাজ থেকে শিরক ও বিদ'আত নির্মূলের মাধ্যমে তাওহীদ ও সুন্নাহ প্রতিষ্ঠার কাজে নিয়োজিত আছে।
আমাদের অন্যতম কার্যক্রমগুলো হল-
-তাফসীর সহ আল-কুরআন ও হিফজের মুসহাফ বিনামূল্যে বিতরণ করা,
-নিয়মিত ইসলামী হালাকাহ/দারসের আয়োজন করা,
-বিনামূল্যে কুরআন শিক্ষার ব্যবস্থা করা,
-সালাফী মানহাজের লেখকদের বই বিনামূল্যে বিতরণ করা,
-ইসলামিক কুইজের আয়োজন করা,
-সমসাময়িক বিভিন্ন ফিতনা সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা,
-সালাফী মানহাজের আলেমদের মাধ্যমে দেশব্যপী মুসলিমদের দ্বীনি বিষয়ের প্রশ্নসমূহের উত্তরের ব্যবস্থা করা এবং
-অনলাইনে নিয়মিত একটি সংক্ষিপ্ত ইসলামিক ভিডিও, কুরআনের আয়াত বা সহীহ হাদীস পোস্ট করা ইত্যাদি।