Alamgir Hossain Shishir

আমি আলমগীর হোসেন শিশির।

১৯৯৬ সাল থেকে সাহিত্যচর্চা শুরু করি। ১৯৯৮ সালে তৎকালিন জনপ্রিয় দৈনিক পত্রিকা "আজকের কাগজ" এ লেখালেখি করতাম। সেই শুরু। ২০০৫ সালে বাংলাদেশ টেলিভিশনে "খ শ্রেণী"তে গীতিকার হিসাবে তালিকাভুক্ত হই। ২০১২ সালে গীতিকার হিসাবে "ক শাখা"য় উত্তীর্ণ হই। একটি আইপি টিভিতে এজিএম হিসাবে কর্ম জীবন শুরু করি। আনন্দ টিভিতে "প্রোগ্রাম প্রডিউসার" পদে যোগদান করি এবং প্রোগ্রাম বিভাগের উর্দ্ধতন কর্মকর্তার অনুপস্থিতিতে ১বছর দায়িত্ব পালন করি। বর্তমানে মিডিয়া জগতের জব ছেড়ে "সোনালী মুরগী"র খামার করেছি।

বর্তমানে ইসলামিক লেখালেখির চেষ্টা করছি। যদিও কখনওই আমি ভালো লেখালেখি করতে পারিনা। তবুও আল্লাহর রহমতের উপর ভরসা করে চেষ্টা করছি। নাটক, ছড়া-কবিতা,গান, কিচ্ছাগান, পুঁথিগান, গল্প-উপন্যাস, জীবনী, ইসলামিক গবেষনাধর্মী লেখালেখি সহ বিভিন্ন ঘরানার সাহিত্যচর্চা করার চেষ্টা করি। চ্যানেলটিতে আমার সাহিত্য কর্ম এবং চিন্তাভাবনা তুলে ধরতে চাই।

ভুলের উর্দ্ধে আমরা কেউ নই। আমার জীবনে ঘটে ভুল ধরিয়ে দিলে উপকৃত হব। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া ও সু-পরামর্শ আমার চলার পথের শক্তি।

youtube.com/@alamgirshishir