সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ হলো বেদ। যা চারটি অংশে বিভক্ত ঋক,সাম, যজু, এবং অথর্ববেদ। যা পরবর্তীকালে স্বয়ং বেদব্যাস কর্তৃক রচিত হয় পুস্তক অাকারে । সনাতন ধর্মাবলম্বীদের অারো একটি জনপ্রিয় ও পবিত্র ধর্মগ্রন্থ হলো শ্রীমদভগবদগীতা। যা স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত বানী । অামার উদ্দেশ্য হলো এই পরম পবিত্র শ্রীমদভগবদগীতা ও শ্রী শ্রী চন্ডী পাঠ করে সরল ও স্বাভাবিকভাবে অাপনাদের সন্মুখে উপস্থাপন করা। পাশাপাশি সনাতন ধর্মের সাধারন জনসাধারন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি কারী কুসংস্কার অাচ্ছন্ন বিষয় গুলো জনসন্মুখে সরল সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার ক্ষুদ্র প্রয়াস।
ঈশ্বরের কৃপা লাভ বা মোক্ষ অর্জনের লক্ষ্য অামাদের প্রত্যেক সনাতনীরই রয়েছে। সেক্ষেত্রে অামাদের অবশ্যই কিছু নিয়ম কানুন ও অাচার অাচরন ও শিষ্টাচার এবং সুদ্ধাচারের প্রয়োজন রয়েছে৷ পারমার্থিক ঈশ্বর চিন্তার শুদ্ধ অনুশীলন পদ্ধতি ও জানানোর চেস্টা করব। জীবন যুদ্ধে জয়ী হতে সকলেরই মনের বাসনা রয়েছে অামরা কেন বারবার পরাজিত হবো? তাই ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই জয়ী হবার সঙ্কল্প নিয়ে এগিয়ে যাওয়ার বাসনা🙏 জয় হোক সনাতনের।