🌿🌷🦚🕉️ হরি জিউ স্মরণম্ 💞
📢 প্রিয় বন্ধুরা, আমারা বেড়াতে ভালোবাসি। নানা কাজের অবসরে ছুটি পেলে গ্রাম-গঞ্জ শহর-নগরের অলিতে গলিতে ঘুরে বেড়াই । সেই সাথে প্রকৃতির স্নিগ্ধ অপরূপ মায়াবী মায়ায় মুগ্ধ হয়ে যাই । প্রকৃতির সৌন্দর্যময় নানা অনুভব নতুন ভাবে খোঁজার চেষ্টা করি। পথে যেতে যেতে অনেক মঠ মন্দির দেখতে পাই। সেগুলির আধ্যাত্মিক ঐশ্বরিক মনের অনুভূতি ঘুরে দাঁড়াও চ্যানেলে নানা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে চাই ।
📢 সর্বোপরি , দৈনন্দিন জীবনের পূজা-পার্বণ , উৎসব -অনুষ্ঠান , বিভিন্ন ভালোলাগার বিষয়ও ভিডিওগুলোর দ্বারা তোমাদের কাছে শেয়ার করব ।
📢 আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে 👌🏻 প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না 🔄 । এই ধরনের আরো ভিডিও পেতে এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ।🙏 ভিডিও কেমন হয়েছে এই নিয়ে কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত দিতে ভুলো না । সবাই ভালো থেকো সুস্থ থেকো । আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো ।