আস্ সালামু আলাইকুম।
Zahid Sir Tips & Tricks / জাহিদ স্যার টিপস এন্ড ট্রিকস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম।আমার এই চ্যানেলে থাকবে ১ম শ্রেণী-দশম শ্রেণী পর্যন্ত গনিতের পূর্নাঙ্গ ও শর্টকাট সমাধান।এছাড়া বিভিন্ন জব পরীক্ষার যেমন -বিসি এস,প্রাইমারি জব সহ ভার্সিটি ভর্তি পরীক্ষা,ও অনার্স ভর্তি সহ যাবতীয় প্রতিযোগিতামুলক পরিক্ষার শর্টকাট সমাধানের চেষ্টা করি।আমি মোঃ জাহিদুল ইসলাম- সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৮+ বছর যাবত কর্মরত আছি।তবে শিক্ষকতা পেশার সত্যিকারের বয়স ২৫+ হবে।কেননা সেই ১৯৯৮ সাল কলেজেের First Year থেকেই টিউশনের সাথে যুক্ত। বিজ্ঞানের ছাত্রের সুবাদে আমার টিউশনের বেশ কদর ছিল।অনার্সে গিয়ে টিউশনকে একেবারে প্রফেশনাল হিসাবে নেই।নিজেও গনিত প্রাইভেট পড়ি এবং ছাত্রদের বাসায় সহ কোচিং করাই।যা আমার পরবর্তী প্রাইমারি জব পেতে অগ্রণী ভুমিকা পালন করে।গনিতসহ সব সাবজেক্ট প্রাইভেট পড়ানোর কারণে একটু বাড়তি অভিজ্ঞতা হয়ে যায়। আমার এই চ্যানেলের মুল উদ্দেশ্য হলো শিক্ষাকে কিভাবে সহজ ও বোধগম্য করা। সাধারণ জ্ঞান মুলকও অডিয়েন্সের সামনে তুলে ধরার চেষ্টা করব।
আমার মূলমন্ত্র হলো-
জানতে চাই-
জানাতে চাই।