বিবেকানন্দ একাডেমী শিক্ষা জগতের এক বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে , পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি , বি.এ , পাস /অনার্স সহ এম.এ ক্লাসের বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি নোটস, সাজেশন প্রদানের মাধ্যমে অফলাইন ও অনলাইনে যত্নসহকারে পড়ানো হয় ।
**** এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয় ।