শাইখ ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী
জন্ম ঠাকুরগাঁও, শিক্ষা জীবনে ঢাকা আলিয়া থেকে কামিল পাশ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেন,দাওরায় হাদীস পাশ করেন মাদরাসা মুহাম্মাদিয়া আরাবিয়া থেকে। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করেন।
সবশেষে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে ১৯-০২-২০২১ সালে “ইলমুত তাওহীদ-এ ইমাম আবু হানীফা (র.)-এর অবদান" শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্র হিসেবে মাদরাসাতুল হাদীস, নাজিরাবাজার, ঢাকা তে প্রিন্সিপালের দায়িত্তে আছেন এবং ইসলামিক এডুকেশন & রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে আছেন। শিক্ষা,গবেষণা, লেখনী ও দাওয়াত তাবলীগের কাজে আনজাম দিয়ে যাচ্ছেন। তার লিখা অনেকগুলো বই প্রকাশিত হয়েছে এবং কিছু লিখা চলমান আছে।
শাইখের
► Facebook ID:
https://www.facebook.com/mskhan1975
► Facebook page:
https://www.facebook.com/Dr.ShahidullahKhanMadani
► Youtube Channel :
Dr. Shahidullah Khan Madani
ওয়েবসাইট- http://www.aldinalislam.com/