কম্পিউটার সাইন্স এর শিক্ষার্থী হিসাবে অথবা ICT বই এর বদৌলতে আমরা প্রোগ্রামিং শব্দটির সাথে পরিচিত। আমরা যখন একটি কম্পিউটার বা মোবাইল ব্যবহার করি তখন এটি কীভাবে আমাদের কমান্ড অনুযায়ী কাজ করে তা নিয়ে আমাদের একটা কৌতূহল থেকেই যায়। আসলে প্রতিটি প্রোগ্রাম কীভাবে কাজ করবে তা একটি সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে বলে দেওয়া থাকে। তো এসকল অ্যাপ বা সার্ভিস কীভাবে কাজ করে তা জানতে হলে আমাদের প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে।
আমরা জানি যে অনেকগুলো ইন্সট্রাকশন নিয়ে প্রোগ্রাম তৈরি হয় এবং সেই ইন্সট্রাকশন গুলো লিখে দেওয়ার যে প্রক্রিয়া তা হল প্রোগ্রামিং। বিশদভাবে বলতে গেলে আমরা যখন কোন অনুষ্ঠান আয়োজন করি তখন আমাদের একটি পরিকল্পনা সাজানো হয়। যে পরিকল্পনা অনুযায়ী পুরো অনুষ্ঠান পরিচালনা করা হয়। কম্পিউটার সাইন্সের ভাষায় এই পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করাই হলো প্রোগ্রামিং।
আমাদের ভিডিও টিউটোরিয়াল গুলো থেকে অতি সহজেই প্রোগ্রামিং শেখা সম্ভব। আপনার প্রোগ্রামিং শেখার যাত্রাটাকে অতি সহজ করবার জন্য এই টিউটিরিয়াল গুলো বানানো হয়েছে। আপনি যদি ক্রমান্বয়ে ভিডিও গুলো সিরিয়ালি দেখেন অবশ্যই আপনার কাজে আসবে।