প্রাণী জগৎ

আমাদের চারপাশের প্রাণী জগতটি কিন্তু বেশ মজার আর আকর্ষণীয়। বনে-পাহাড়ে-জঙ্গলে-সমুদ্রে, এমনকি লোকালয়েও এমন বিচিত্র সব প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়— যা আমাদের মনে বিস্ময় জাগায়, অভিভূত করে। প্রাণী জগতের এমন হরেক রকম জানা-অজানা গল্প বলার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে এই চ্যানেল।