পীর মোমিনপুরী

আসসালামু আলাইকুম,,
সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের জন্য এবং সালাত ও সালাম আল্লাহর পিয়ারা হাবীব এবং তাঁর আহলে বায়েত, আল-আওলাদ, আজওয়াজে মোতাহ্হারাত তথা উম্মত জননীগনের এবং তাঁর পবিত্র সাহচর্যে ধন্য সকল সাহাবাগনের প্রতি বর্ষিত হতে থাকুক অনন্তকাল ব্যাপী সেই সাথে সকল ওলি আওলিয়া ও মোমেন বান্দাবান্দিগনের প্রতিও।

প্রিয় বিশ্ববাসী, ইসলামের প্রাণ হচ্ছে ইলমে তাসাউফ। আর ইসলাম চার বিষয়ের সমন্বয় তথা শরীয়ত, তরীকত, হাকীকত ও মারিফাত এর কোনটিকে বাদ দিলে ইসলাম পরিপূর্ণ থাকে না।
কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে, বর্তমান বিশ্বে প্রায় ৬৩% মানুষ তরিকতপন্থী বা তরিকত ভাবাপন্ন হলেও বেশীরভাগ তরিকত পন্থীগণ তরিকতের মৌলিক চর্চা বা বিষয় সম্পর্কে অপরিচিত হয়ে গেছে ফলশ্রুতিতে অর্থহীন শাস্ত্র তত্ব নিয়ে মানুষ দিকভ্রান্ত হয়ে তাদের জীবনের অমুল্য সময় এমনকি অনেকের জীবনই নষ্ট হয়ে যাচ্ছে। যুগের এহেন ক্রান্তিলগ্নে মাহাসত্য সঠিক তরিকতের সন্ধান দিতে আবির্ভুত হয়েছেন পীরে তরিকত মাওঃদেলোয়ার হোসেন মোমিনপুরী।এই চ্যানেলটিতে পীর মোমিনপুরী নিয়মিত চার তরিকার সকল সবক ও নিগুঢ় রহস্য সম্বলিত আলোচনা করে থাকেন। চ্যানিলটির সঙ্গে থাকুন।