Ahle Sunnah Tv

“তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়ো না।”
— (সূরা আলে ইমরান, আয়াত ১০৩)

✨ Ahle Sunnah সেই পথ — যে পথে ছিলেন প্রিয় নবী মুহাম্মদ ﷺ এবং তাঁর সাহাবাগণ।
আমরা চলতে চাই সেই হিদায়াতের পথে, যেখানে রয়েছে আল্লাহর রহমত, ঐক্য ও সত্যের আলো।

🕊️ রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“আমার উম্মতের সর্বোত্তমরা তারা, যারা আমার পথ এবং আমার সাহাবিদের পথ অনুসরণ করে।”
— (তিরমিজি)

🌙 আমাদের লক্ষ্য:
সুন্নাহর আলো ছড়িয়ে দেওয়া, সহীহ ইসলামিক জ্ঞান প্রচার করা, এবং ঈমানের বন্ধনকে দৃঢ় করা।

🌾 Ahle Sunnah Tv – সত্যের পথে, সুন্নাহর আলোয়।