MIMBORER DAK

"মিম্বরের ডাক" চ্যানেল এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও আল্লাহর নৈকট্য লাভের জন্য দ্বীনের পথে বাঁধাহীন ভাবে লেগে থাকার আহ্বান।

যে মহান আল্লাহ সুবাহানাতায়লা আমাদেরকে সৃস্টি করেছেন একমাত্র তাঁরই এবাদতের জন্য ও তাঁরই প্রশংসা করার জন্য। নিশ্চয়ই আমরা তাঁরই ইবাদত করি আর তার কাছেই ক্ষমা প্রার্থনা করি ও সাহায্য চাই।
প্রিয় মুসলিম ও অমুসলিম ভাই ও বোনেরা , আপনারা আমাদের এই চ্যানেলে প্রতি সাপ্তাহের মসজিদ হতে ধারণ করা জুম্মার বয়ান ভিডিও আকারে দেখতে ও শুনতে পাবেন ইন্শাআল্লাহ। এছাড়াও থাকবে বিভিন্ন ইসলামীক প্রোগ্রাম সমূহ। আমরা আশাবাদী "মিম্বরের ডাক" এর আয়োজিত সকল প্রোগ্রাম আপনাদের কাছে গ্রহণ যোগ্য হবে ও ভাল লাগবে, ইন্শাআল্লাহ।

কেননা আমাদের প্রচার করছি একমাত্র সত্য ধর্ম ইসলামকে এবং আহ্ববান করছি কোরআন ও সুন্নায় অনুযায়ী জীবন পরিচালনার করতে।

আমরা যারা আল্লাহ্‌ দেখানো পথকে অনুসরণ করছি ও নবী রাসুলের সুন্নহা মেনে চলছি , তারা এভাবেই যেন আল্লাহর পাথে বিচলিত থাকতে পারে। আর যারা ভুলের দিকে আছি আল্লাহ্‌ যেন তাদের কে অধিক হেদায়েত দান করেন এবং সঠিক পথে ফিরে আসতে সাহায্য করেন। আমিন