Exceptional Kuntalika

নমস্কার। আমি কুন্তলিকা চক্রবর্ত্তী। বিউটি ও হেয়ার নিয়ে আমি পড়াশোনা করেছিলাম। আমি একজন সার্টিফায়েড বিউটিশিয়ান। আমার শিক্ষা আমার সঙ্গেই আছে সবসময়েই। এছাড়াও কম্পিউটার নিয়েও পড়াশোনা করে ছিলাম। কিন্তু আমি বিয়ের পর থেকে শুধু সংসারেই আমার সমস্ত সময় ব্যয় করে ফেলেছি। আমি একটি সুন্দর গ্রামে বসবাস করি। আমার জন্ম বহু কাল পুরানো এক গ্রাম্য পরিবারে। ভালোবাসি বিভিন্ন ফোটো তুলতে বা ভিডিও করতে। ইচ্ছা হলো যেটা হাতে আছে সেটার সাহায্যে বিভিন্ন স্থানে,বিভিন্ন মানুষের মধ্যে পৌঁছে যেতে। আমি বিভিন্ন জায়গায় কাছাকাছি,দূরে,অন্য রাজ্যে যেখানে যেখানে ঘুরে বেরিয়েছি সেই সকল ভিডিও সকলের সাথে শেয়ার করেছি ইতিহাসের সাথে। অনেক ভিডিও শেয়ার করেছি সেই জায়গা গুলোর ইতিহাস বলে বলে। বিউটি টিপস ও ত্বকের যত্ন কিভাবে নিতে হবে তারও কিছু ভিডিও শেয়ার করা আছে আমার চ্যানেলে।
ভালো লাগলে লাইক,সাবস্ক্রাইব,শেয়ার করার অনুরোধ রইলো।
আমার অন্য আরেকটি cooking, meals, & food vlogging চ্যানেল 🔗 👇
https://youtube.com/@simpledelicacyfoods?feature=shared
My Facebook 🔗 👇
https://www.facebook.com/share/1Bxas5NuYD/