গল্পবিলাস by Mainul

--আবুল আসাদ স্যারের সাইমুম সিরিজটি প্রথম আমি পড়ি ২০১৪ সালের দিকে। তারপর থেকে শুধু ভাবতাম এই সিরিজটি যতটা পাঠক ভালোবাসা পাচ্ছে তার চাইতে আরো অনেক বেশি ডিজার্ব করে। সেই ভাবনা থেকেই আমার এই অডিও প্রচেষ্টা। আপনাদের ভালোবাসাও পাচ্ছি দারুন। সত্যি অভিভূত আমি। নতুন প্রজন্ম জানুক এইরকম একটি একশন, থ্রিলিং এবং পরিমিত, মার্জিত রোমান্স সম্পন্ন বইয়ের সিরিজ আমাদের দেশেও আছে। তারা সাইমুম পড়ুক। ভালোবাসুক সাইমুমকে। সবাই শেয়ার করতে পারেন বন্ধু কিংবা প্রিয়জনের সাথে। ধন্যবাদ সবাইকে।