ডা: এস, চক্রবর্ত্তী হৃদরোগীদের সেবায় একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক।
ডা: এস, চক্রবর্ত্তী জানুয়ারি,২০০০ এ ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBSডিগ্রী অর্জন করেন।অত:পর সেপ্টেম্বর,২০০৯ এ লুহানস্ক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি,ইউক্রেন থেকে কার্ডিওলজী তে এম,ডি ডিগ্রী অর্জন করেন।সেপ্টেম্বর,২০১৮ তে ইউ এসএ তে সোসাইটি অফ কার্ডিওভাসকুলার এনজিওগ্রাম এন্ড ইন্টারভেনশন্স(SCAI) থেকে তিনি ফেলোশিপ(FSCAI)অর্জন করেন।
তাঁর রয়েছে১৮ বছরের বেশী সময়ের অভিজ্ঞতা ,২০০৯ সালে হৃদরোগ বিশেষজ্ঞ হবার পর থেকে১৪ বছরের বেশী সময়ের বিশেষজ্ঞ পর্যায়ের অভিজ্ঞতা যার মধ্যে 6 বছর তিনি এভারকেয়ার(প্রাক্তন এপলো )হাসপাতালে কাজ করেছেন।
জানুয়ারী,২০২০ -- মে,২০২৩ পর্যন্ত গ্রীন লাইফ হাসপাতাল, গ্রীন রোড, ধানমন্ডি তে তিনি ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজী বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসাবে সুনামের সাথে চিকিৎসাসেবা দিয়েছেন।
বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর ১ এ কর্মরত আছেন। ক্লিনিক্যাল কার্ডিওলজী,হার্ট চেক আপ,করোনারী ও পেরিফেরাল এনজিওগ্রাম,করোনারী এনজিওপ্লাস্টি,প্রাইমারী পিসিআই এবংস্হায়ী পেসমেকার প্রতিস্হাপন সেবা নিয়মিত প্রদান করেন