Hilful Fuzul24 চ্যানেলটি প্রতিষ্ঠা করা হয় হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতিষ্ঠিত যুবক বয়সের সংগঠনের আদলে। ইহা একটি অরাজনৈতিক সহি দ্বীন প্রচার করার মাধ্যম। প্রথমত ২০০৭ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল গরীব, অসহায়, বঞ্চিত পথশিশুদের বিভিন্ন সহাযোগীতার আহবানে। পরবর্তীতে ২০২২ সালের ০৬ ই এপ্রিল সংক্ষিপ্ত রুপে নাম পরিবর্তন করে Hilful Fuzul24 উন্মুক্তভাবে ইসলামের সমসাময়িক ও চলমান ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়াবলীর সর্ট টিপস প্রচারের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ❤️❤️