With the Divine blessings of SRI SRI NAMA BRAHMA DEV and with the Divine Grace of SRI SRIMAN CHAITANYA MAHAPRABHU, SRI SRI BIJOYKRISHNA GOSWAMI PRABHU and SRI SRI YOGMAYA MATATHAKURANI this Youtube channel is created.This channel is for Preaching SRI SRI NAMA BRAHMA (As Published by SRI SRIMAN CHAITANYA MAHAPRABHU), Priceless Words and Advises by SRI SRIMAN CHAITANYA MAHAPRABHU and SRI SRI BIJOYKRISHNA GOSWAMI PRABHU, Also the Rare Divine Sights as seen by MAMONI. O LORD BE THOU NAME SPREAD EVERYWHERE.
শ্রীশ্রীনামব্রহ্মদেবের আশীর্ব্বাদে ও পরমকরুণাময় শ্রীশ্রীমন্ মহাপ্রভু, শ্রীশ্রীবিজয়কৃষ্ণ গোস্বামীপ্রভু এবং করুণাময়ী মাতাঠাকুরাণী শ্রীশ্রীযোগমায়া দেবীর প্রেরণায় এই ইউটিউব চ্যানেলটি শুরু করা হল। এই চ্যানেলের উদ্দেশ্য "শ্রীশ্রীনামব্রহ্ম" প্রচার (শ্রীশ্রীমন্ মহাপ্রভু দ্বারা প্রকাশিত), সেইসঙ্গে শ্রীশ্রীমন্ চৈতন্য মহাপ্রভু ও শ্রীশ্রীবিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর অমূল্য বাণী ও উপদেশ এবং মা-মণি'র দূর্লভ লীলাদর্শনের কথা ভক্তজনকে জানানো।
হে নামব্রহ্ম, হে ঠাকুর, হে প্রভু তোমাদের নামই জয়যুক্ত হউক।