কুরআন আল্লাহ তা'য়ালার প্রেরিত সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কুরআন যার সংস্পর্শে এসেছে তাকেই সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। রাতের মধ্যে কদরের রাত সর্বশ্রেষ্ঠ কারন সেরাতে কুরআন নাযিল হয়েছিল। তেমনি ভাবে মাসের মধ্যে রমাদান সর্বশ্রেষ্ঠ।নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (স), কারন তার উপরেই কুরআন নাযিল হয়েছে। ফরজ ইবাদাতে নামাজ সর্বশ্রেষ্ঠ কারন একমাত্র নামাজেই কুরআন তেলাওয়াত ফরজ। রাসুল (স) বলে গেছেন "তোমাদের মদ্ধে সর্বশ্রেষ্ঠ সেই ব্যাক্তি যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়"।
তাই আসুন আমরা কুরআন এর সংস্পর্শে এসে সহীহ কুরআন শিক্ষা করি। কুরআন এর ভাষা বুঝি। কুরআন থাকুক আমাদের শব্দে, কর্মে, অন্তরে...