CHORKA

CHORKA multimedia Presents আধুনিক বাংলা গানের অনন্য এক ধারক ও বাহক ইউটিউব চ্যানেলের নাম CHORKA। এ ছাড়াও CHORKA ইউটিউব চ্যানেলের সমস্ত গানগুলো চরকা মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের নিজস্ব রেকর্ডিং স্টুডিও চরকা রেকর্ডিং হাউজ থেকে রেকর্ড করা হয়েছে। ইচেছ করলে যে কেউ চরকা রেকর্ডিং হাউজ ভিজিট করে আসতে পারেন। আধুনিক মানসম্মত ও শীতাতপ নিয়ন্ত্রিত অত্যন্ত চমৎকার পরিবেশে গানগুলো খুবই যত্ন সহকারে রেকর্ড করা হয়। যারা নতুন নতুন গান করতে আগ্রহী অর্থাৎ গীতিকার, সুরকার, মিউজিশিয়ান, শিল্পী, প্রোডিউসার সহ যে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের জন্যও অপূর্ব সুযোগ রয়েছে চরকা রেকর্ডিং হাউজের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করবার। এখানে মৌলিক গান ছাড়াও ইসলামী গান, ডাবিং , ভিডিও এডিটিং, থাম্বনেইল করা হয়। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চরকা মাল্টিমিডিয়ার নিজস্ব অফিসিয়াল চ্যনেল CHORKA-য় যে কেউ নিয়ম মেনে গান প্রচার করতে পারেন। আমরা আছি আপনাদের পাশে। আস্থা ও ভালোবাসা এখানেই।
01833215958

For Business enquiries:
[email protected]

✅ Recording studio
✅ Video editing
✅ Thumbnail and poster design
✅ Video making