SoroBindu Live Class

শিক্ষার্থীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই তো স্বরবিন্দু তাদের দিয়ে যাচ্ছে আজীবন মার্কেটপ্লেস সাপোর্ট, আজীবন থিম ও প্লাগ-ইন সাপোর্ট, কো-ইন্সট্রাক্টর সাপোর্ট, ক্লাস রেকর্ড, প্রতি ক্লাসে নিয়ম করে কুইজ, এসাইনমেন্ট, রিভিউ, মার্কিং, ফিডব্যাক সহ আরও কত কি।

আরও আছে নিজস্ব স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেখানে আলাদাভাবে প্রতিটি শিক্ষার্থীর উন্নতি রেকর্ড ভালোভাবে পর্যালোচনা করা হয়ে থাকে। অর্থাৎ, একজন শিক্ষার্থী সফল হওয়ার আগ পর্যন্ত স্বরবিন্দু কখনোই তাকে চোখের আড়াল হতে দেবে না।

ফানি, ইনোভেটিভ এবং ১০০% কোয়ালিটিতে ফুল গাইডলাইনের সাথে বাংলায় বেস্ট এবং সময় উপযোগী শিক্ষা ব্যবস্থার নাম স্বরবিন্দু!
সকল তরুণদের কথা মাথায় রেখেই, প্রযুক্তিগত শিক্ষাকে ফোকাস করে, শুরু হল স্বরবিন্দুর দৃঢ় প্রত্যয়ে পথচলা। বাংলা বর্ণমালা শেখা শুরু হয় স্বরবর্ণ দিয়ে, আর শেষ হয় ব্যঞ্জনবর্ণের চন্দ্রবিন্দু দিয়ে। তাই স্বরবিন্দু হল এমন একটি প্লাটফর্ম, যাতে আছে প্রযুক্তি-ভিত্তিক মৌলিক শিক্ষার এ-টু-জেড। তাছাড়া আমাদের একাডেমি, একটি বিন্দু থেকে, অর্থাৎ শুধুমাত্র ফ্রি-ল্যান্সিং থেকে শুরু করে ছড়িয়ে পড়েছে আরও অনেক দক্ষতার পর্যায়ে।