প্রজাপতি ভালোবাসা


প্রজাপতি প্রজাপতি
কোথা হতে এলে,
এমন সুন্দর রঙিন পাখা
কোথায় তুমি পেলে?
রোজ সকালে পরীর দেশে
কর ওড়াউড়ি,
দুষ্টু কোন ছোট্ট পরী
করবে পাখা চুরি!


“ ভালোবাসা রঙিন প্রজাপতির মতো উড়ে উড়ে ছন্দ তুলে যায়। কিন্তু চলে যাওয়া মাত্রই সেখানে এক বিবর্ন বিষণ্নতা নেমে আসে। ”