প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
সমসাময়িক আধুনিক শিক্ষা ব্যবস্থায় নিজেকে সঠিক ভাবে প্রকাশ ঘটাতে হলে চাই আদর্শ ও মানসম্মত শিক্ষা এর জন্য দরকার ভালো একটা মাধ্যম যেখানে ’ কি শিখতে হবে ” তার পরিবর্তে ”কিভাবে শিখতে হবে’’ এর প্রতি গুরুত্ব দেওয়া হয়।
তাই আমরা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিবেচনায় এনে সব ধরনের জটিলতা বাদ দিয়ে অত্যন্ত সহজ , সরল ও সাবলীল ভাষায় বিষয়বস্তু সমূহ উপস্থাপন করছি।
তারই ধারাবহিকতায় আমরা জাতীয় কারিকুলাম নির্দেশিত লক্ষ্য, উদ্দেশ্য ও ব্যবহারিক কাজের প্রতি সজাগ দৃষ্টি রেখে SSC, HSC, BBA,MBA এবং BBS (Pass) কোর্স সমূহের হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, মার্কেটিং এবং বিজনেজ কমিউনিকেশন বিষয়ের অধ্যায় ভিত্তিক তাত্ত্বিক বিষয়ে পুঙ্খানুপুঙ্থ আলোচনার পাশাপাশি গানিতিক বিষয়াবলী সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তোমাদের সার্বিক মঙ্গল কামনায়।
বরূন মন্ডল
এম,বি,এ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা)