নমস্কার ; 'হিরণ্যগীতি' অন্তর্জালিয় এই প্রণালীতে সকলকে সুস্বাগতম। এখানে প্রচুর চিরস্মরণীয় গান সঞ্চিত হ'য়েছে , যা কয়েকটি সংকলনের মধ্যে গ্রন্থিত রয়েছে। বেশ কয়েকটি গানকে একত্রিত ক'রে একেকটি সংকলন তৈরি করা হয়েছে । প্রতিটি গান খুবই চিত্তাকর্ষক ও বৈশিষ্টপূর্ণ ; এবং গুরুত্বের দিক থেকে যা অপরিসীম। বলাই বাহুল্য - 'হিরণ্যগীতি'তে সঞ্চিত গানগুলি যেমন সঙ্গীতপ্রিয় সকলের চিত্তবিনোদনকারী, তেমনি সঙ্গীত শিক্ষায় আগ্রহীরা এর দ্বারা অবশ্যই উপকৃত হবেন । এই আশা রেখেই সুরু হ'তে চ'লেছে 'হিরণ্যগীতি'র ক্রিয়াকলাপ । ধীরে ধীরে একেকটি সংকলন গ্রন্থিত হ'তে থাকবে । ধন্যবাদ :-