আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রথমে শুকরিয়া জানাই মহান আল্লাহর দরবারে। যার দয়ায় আজ এই "Islamer Aalo" চ্যানেল এর পথ চলা্।
বিশেষভাবে কৃতজ্ঞা জানাই সম্মানিত ভিউয়ার্সদের, যাদের ভালবাসায় আজ আমাদের এই চ্যানেল এতদূর এগুতে পেরেছে।
সর্বপোরি আপনাদের ভাললাগা, মন্দ লাগা আমাদেরকে অবশ্যই অবগত করবেন, যাতে করে অদূর ভবিষ্যতে আমরা আপনাদের আরো ভালো কিছু বিষয়ে জানাতে পারি। পরিশেষে আল্লাহর দরবারে আকুল আবেদন- তিনি যেন সকল মোমেন-মোমেনা বান্দা-বান্দীদের হেফাযত করেন, আমিন।