“Humayra”বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বিয়ের মার্কেট। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি, কর্পোরেট ইভেন্ট, জন্মদিন পালনের সব ধরনের প্রোডাক্ট এবং অনুষ্ঠান আয়োজনের সব কিছু পেয়ে যাবেন একসাথে https://humayra.com.bd/ তে। বিয়ের বা জন্মদিনের অনুষ্ঠানকে ঝামেলামুক্ত এবং আরো বেশি আনন্দঘন করতে HUMAYRA আছে সবার চেয়ে এগিয়ে।
আমাদের ওয়েব-পোর্টালে ৩০০ এর বেশী যাচাইকৃত, বিশ্বস্ত এবং পেশাদার ওয়েডিং সার্ভিস প্রদানকারী ভেন্ডর রেজিস্টার সহ ২৩টি ক্যাটেগরি রয়েছে।
বাংলাদেশের বিয়ের অনুষ্ঠান আয়োজনের রীতিনীতি অনুযায়ী হলুদের, বিয়ের এবং বৌভাতের অনুষ্ঠান আয়োজনের সময় আপনারা এত ব্যস্ত থাকেন যে, বিয়ের এই আনন্দময় মুহূর্ত গুলো ঠিক মতো উপভোগ করতে পারেন না। HUMAYRA নিয়ে এসেছে এসব ঝামেলার সকল সমাধান। আপনারা এখন ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান সম্পর্কিত যাবতীয় পণ্য এবং সেবা আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।