ভারতবর্ষ আধ্যাত্মিকতার পীঠভূমি, প্রকৃতিদেবী এখানে উজার করে দিয়েছে সব। সেই দেশ ভূমিতে ঘুরতে ভালো লাগে। ভালো লাগে সেই ঘুরে নেবার অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিতে। একটা অদ্ভুত আনন্দের স্রোত অনুভব করি সেই অভিজ্ঞতা সবার সাথে তুলে ধরতে। আর হ্যাঁ চেনা-অচেনার গন্ডী পেরিয়ে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে একটা প্রশান্তির স্রোত হৃদয়ে উপলব্ধি করি। আসলে এ পৃথিবীর সবাই তো আমরা - "বসুধৈব কুটুম্বকম"।