সম্মানিত সুধী! পথ হারা বাউল চ্যানেলে আপনাকে স্বাগতম।
পথহারা বাউল চ্যানেলের পরিবেশনকৃত গান গুলো তার নিজস্ব। এর কথা ও সূর কবি মশিউর রহমান এর রচনা।
এসকল গান কোন কবি বা লেখকের নয়।
অনুমতি ব্যতীত কেউ যদি এই গানগুলো কোন ইউটিউব চ্যানেলে পরিবেশন করে তবে তা সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাউল গানের জগৎঃ
--------------------------
শত শত বছরের ঐতিহ্য বাংলার বাউল গান এক ঐতিহ্য রূপে প্রতিষ্ঠিত হয়ে আছে। , বাংলা গানের সমাহার, বাউল জগতে বাংলা ফোক গানের মধ্যে অন্যতম বাউল গান। রয়েছে বাউল কবিতা। এছাড়া একে বাউলা গান বলা হয়ে থাকে।
বাউল গণ যেহেতু পথে পথে ঘোরে তাই তাদেরকে পথ হারা ও বলা হয়ে থাকে।
বাংলার ঐতিহ্য বাংলাদেশি বাউল বাউল গান এক অন্যতম স্থান করে নিয়েছে।
সুফি সাধক মরমী আধ্যাত্মিক জ্ঞান পিপাসু ব্যক্তিবর্গ এই জ্ঞানের চর্চা করে থাকে।
বাউল গানকে আধ্যাত্মিক গান বলা হয়।
মরমী সাধক কবি অথবা সুফিগণ এই আধ্যাত্মিক জ্ঞান কে বলে থাকে ইলমে তাসাউফ। ।। অথবা মারেফত কিংবা মারেফাত। মারেফতের গান কিছু সুফি সাধকের দরবারে বা পীরের দরবারে গাওয়া হয়ে থাকে এর আরেক নাম শ্যামা কাওয়ালী।