Newstime. net

নিউজটাইম ডটনেট-এর লক্ষ্য পাঠক-দর্শকের নির্ভরযোগ্য ও আস্থার অনলাইন মাল্টিমিডিয়া সংবাদমাধ্যমে পরিণত হওয়া।

আমরা তুলে ধরতে চাই সংবাদ ও তথ্যের বহুমুখী দিক। আধুনিক দৃষ্টিভঙ্গী নিয়ে সমাজের সব স্তরের মানুষের জন্য তথ্য, বিশেষ করে সংবাদের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই। আর তাই নিউজটাইম ডটনেটের মন্ত্র- নিউজ ইনসাইড অ্যান্ড ইনসাইট বা সংবাদের ভিতরে ও গভীরে। পেশাদার সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে আমাদের এই অভিযাত্রা।

আমাদের প্রতিশ্রুতি:
১) পেশাদার সংবাদের লক্ষ্যে অবিচল থেকে পাঠক-দর্শকের আস্থা তৈরি।
২) সংবাদ এবং তথ্য প্রচারে ভ্রান্তি ও অসততা পরিহার।
৩) তরুণ জনগোষ্ঠীর চাহিদার উপযোগী সংবাদ প্রকাশ।
৪) প্রচলিত কুসংস্কার ও পশ্চাৎপদতাকে প্রশ্ন করা।
৫) বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে তোলায় সহায়ক ভূমিকা পালন।

মত প্রকাশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, লৈঙ্গিক স্বাধীনতা, দুর্নীতিবিরোধী অবস্থান এবং ব্যক্তি-গোষ্ঠী-রাজনৈতিক স্বার্থ উপেক্ষার প্রশ্নে আমরা অবিচল।