Apon Computer

”আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট” বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত #৫০০৫৮৯ এবং কারিগরি শিক্ষাবোর্ড এর সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে আসছে। ইন্টারনেট, ইমেইল, মাল্টিমিডিয়া গ্রাফিক্স, ডেভলোপমেন্ট, ই-কমার্স, প্রোগ্রামিং, আউটসোর্সিং সহ কম্পিউটার অঙ্গনে কাজ সম্পুর্নরূপে মানুষের জীবনযাত্রা, শিক্ষা, ব্যবসা-বানিজ্য, কৃষিকার্য, গবেষনা, বিনোদন সবকিছু বদলে দিয়েছে। কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ার উভয় বিষয়ে মানুষ আজ খুজে পেয়েছে দুর্বার এক প্রানশক্তি। বর্তমান সরকার দেশে কম্পিউটার ও কারিগরি শিক্ষাসহ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনারা মানসম্মত প্রশিক্ষন গ্রহন করে চাকুরীর সংস্থান করতে পারেন। এই ইনস্টিটিউট কম্পিউটারের বিভিন্ন কারিগরি কোর্সে প্রশিক্ষন দিয়ে আসছে। আশাকরি আপনারা এখান থেকে বিভিন্ন কোর্স শেষ করে কম্পিউটার প্রযুক্তিতে অবদান রাখতে সক্ষম হবেন।

Head Office: Ja-178, Ground Floor (Back Side of Colombia Super Market), Wireless Gate, Mohakhali, Dhaka-1212.
Tel: 02-48811921 Cell: 01789109626, 01711306656