ঈশ্বরের প্রশংসা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। এই চ্যানেলে আপনারা প্রভুর যীশুর গান ,যীশুর গানের নাচ, ঈশ্বরের বাক্য ,সাখ্য, ঈশ্বরের আরাধনা ,বাইবেলের প্রশ্ন উত্তর, সানডে স্কুলের গান, সুষমাচার প্রচার হবে।আপনার একটি সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে প্রভু যীশুর সু সুসমাচার এর কার্যকে এগিয়ে নিতে সাহায্য করবে।আপনাদের শেয়ার করার মাধ্যমে যারা এখনো প্রভু যীশুর সুসমাচার শোনেন নি ও যারা প্রভু যীশুর সুসমাচার থেকে দূরে আছেন তাদের কাছে প্রভু যীশু সমাচার পৌঁছে দিতে আমাদেরকে সাহায্য করবেন এটা আমরা বিশ্বাস করি ।আপনাদের যদি কোন প্রার্থনার বিষয় থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে অবশ্যই পাঠাবেন আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করব ।এছাড়া যদি ফোন করতে চান্স 9002456640 এই নম্বরে ফোন করতে পারেন ।তাছাড়া পুরো ভিডিও দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন নত। আরেকটি বিষয় আপনাদের প্রত্যেককে অবগত করতে চাই এই চ্যানেলের মাধ্যমে কোন বিভেদ ও বিভাজন বা ধর্মীয় কোন উস্কানি ছড়ানোর উদ্দেশ্য আমাদের নয়। এই চ্যানেলের মাধ্যমে প্রভু যীশুর প্রেমের বাণী পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।