Charukeshi Official

চারুকেশী সংগীতায়ন। সংগীত বলয়ের এক অন্যতম দিশারী।
অনুকরণ নয় অন্তঃস্থল উৎসারিত সুরের ডাকে সাড়া দিয়ে শাস্ত্রীয় সংগীত,রবীন্দ্রসঙ্গীত,নজরুলগীতি এবং আধুনিক বাংলা গান যত্ন সহকারে শেখানো হয় এবং পরীক্ষার ব্যবস্থাও আছে। (বঙ্গীয় সঙ্গীত পরিষদ [কোলকাতা] অনুমোদিত।