Tanvia Akter Keya

অবসরের ব্যস্ততা এবং নিত্যদিনের রান্না



রান্না করতে জানা জীবনের প্রয়োজনেই খুব দরকার। পৃথিবীতে প্রতিটি মানুষ ই আলাদা এবং সেইসাথে সবার মুখের স্বাদ ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে, রান্নার ও পার্থক্য থাকে ব্যাপক। স্থান, কাল, অবস্থান ভেদে সবার রুচি এবং রান্নার কৌশল ও ভিন্ন ভিন্ন, তাই আমাদের সবার সবাই কে সম্মান করা উচিত। এক খাবার সবার ভালো নাও লাগতে পারে, তাই বলে সেটাকে ছোট করে দেখার উপায় নেই। নিজের রুচির সাথে সবার রুচির তুলনা না করে, সবাইকে সাধ্যমত সম্মানের সাথে পাশে দাঁড়ানো উচিত। যাইহোক, অনেক কথা লিখলাম, লেখিকা বলেই হয়তো একটু বেশি লিখে ফেলেছি। আমি আমার মতো রান্না করে ভিডিও করি আর সবার সাথে শেয়ার করি। কারও ভালো লাগলে বা উপকারে আসলে তো ভালোই। আর যদি কারও ভালো না লাগে, দয়াকরে এড়িয়ে যাবেন। সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।