Welcome Friends 🙏
আমার নাম সুবীর নন্দী, আমি বর্তমানে ভারতীয় রেলে একজন গেট-কিপার পদে কর্মরত আছি। আমি এই Youtube Channel শুরু করেছি তোমাদের সাঠে গণিত/অঙ্ক গল্পের মতো করে আলোচনা করার জন্য ও আমাদের অঙ্কের প্রতি ভয়কে ভালোবাসায় পরিণত করবার জন্য। এই চ্যানেলে প্রতিদিন রুটিন মতো চ্যাপ্টার wise অঙ্ক আলোচনা করা হবে।
তোমরা যদি অঙ্কের ভয় কাটিয়ে অঙ্কের প্রেমে পড়তে চাও তাহলে আমাদের এই "সহজপাঠ (Maths)" পরিবারের সাথে যুক্ত হতে পারো।
ধন্যবাদ 🙏