সরল পথ

কৃতজ্ঞতা ও প্রশংসা সৃষ্টি জগতের মালিকের যিনি সৃষ্টি করেছেন মানুষকে একমাত্র তার ইবাদতের জন্য । প্রত্যেক মানুষকে পৃথিবীতে সীমিত সময়ের জন্য বিশেষ করে বিশ্বাসীদের পরিক্ষার সম্মুখীন হতে হবে আর_

তিনি বলেন ,
"মানুষ কি মনে করে যে, ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না? "
( সূরা আল-আনকাবুতঃ২ )

পরিক্ষার এই স্রোতে টিকে থাকতে হলে আমাদেরকে "কুরান-সুন্নাহ"-কে আঁকড়ে ধরে রাখতে হবে , সাথে সাথে আল্লাহর কাছে "সরল-পথ" এর জন্য দোয়া করতে হবে কেননা_

তিনি বলেন ,
"আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়াত দান করেন’’। ( সূরা মুদ্দাছ্ছিরঃ৩১ )