Sagnik Sir: Knowledge Academy

আজ থেকে সাত বছর আগে সাগ্নিক স্যার যখন WBCS পড়ানো শুরু করেছিলেন, তখন সহ্য করতে হয়েছে অনেক বিদ্রুপ, বক্রোক্তি; পশ্চিমবঙ্গে তখন "চাকরি না করে", বা, "চাকরির পরীক্ষা না দিয়ে" চাকরির পড়া পড়ানো ছিলো প্রায় অবিশ্বাস্য। বক্রোক্তির ভয়ে নিজের পরিচয় প্রকাশ করে, মুখ দেখিয়ে ভিডিও করতে যখন লোকে ভয় পেতো; তখন সাগ্নিক স্যার তাঁর পরিচয় গোপন করেননি। তারপর গঙ্গা দিয়ে জল গড়িয়েছে, এখন অনেকেই সাগ্নিক সুন্দরকে দেখে ভরসা পান, এগিয়ে আসেন। কেউ আসেন পড়তে, তো কেউ তাকে দেখে ইউটিউবে নিজের "পড়ানোর দক্ষতা"-কে বিকশিত করেন।
সাগ্নিক সুন্দরের "স্যার" ছাড়া অন্য কোনো ট্যাগ নেই, থাকবেও না। কারণ তিনি তাঁর সমস্ত রাস্তা বন্ধ করেছেন। ২০১৬ সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ম্যাথ অনার্স কমপ্লিট করেই নিজের জীবনকে নিয়োজিত করেছিলেন পড়ানোয়; তারপর একে একে বহু ছাত্রছাত্রী উনার কাছে এসেছেন, সফলতার স্বাদ পেয়েছেন।

নলেজ অ্যাকাডেমি WBCS ছাড়া অন্য কোনো পরীক্ষার কোচিং আপাতত দেয়না৷ WBCS এর জগতে প্রতিশ্রুতি পূরণে আমরা বদ্ধপরিকর।

ইতি,
নলেজ অ্যাকাডেমির সাথীরা