খতিবে মিল্লাত,পীরে ত্বরীক্বাত,রাবারের শারীয়ত,ক্বায়েদে মা'রেফাত, মর্দে মুজাহীদে আসলে সুন্নাত,মিসরে বেনজীর-হযরত আল্লামা শাহ সুফী ফকির মহসিন রাজা চিশতী রেজভী আল-কাদরী পাক পান্জাতনী পীর সাহেব।
🕌 গাউছিয়া চিশতিয়া রেজভিয়া পাক পান্জাতন দরবার শরীফ
ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর '
🔊 আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শকমন্ডলী Mahashin Aulia ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
নবী পাক সাল্লাল্লাহু বলেছেন যে, আমার উম্মতের মধ্যে ৭০টি দল হবে এবং তার মধ্যে ১টি দল জান্নাতি ও৭২ টি দল জাহান্নামী হবে।
যেই ১টি দল যে জান্নাতি হবে সেটি কোন দল তা আমাদের মহানবী সাল্লাল্লাহু পরিষ্কার ঘোষণা দিয়েছেন।
কিন্তু ৭২ ফিরকার আলেমরা তাদের নিজস্ব স্বার্থ ও পকেট রক্ষার্থে সাধারণ মানুষদেরকে জেনেশুনে তোদেরকে গুমরাহ করে জাহান্নামের দিকে ধাবিত করছে। আসুন আমাদের এই Mahashin Aulia ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই ১ টি জান্নাতি দলের সন্ধান পেয়ে যাবেন। ইনশাআল্লাহ,অতএব আপনার আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি দেখুন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের লিংক শেয়ার করুন,