আমার মনে আনন্দে আমি চ্যানেল টা খুলেছি।নিজেকে ব্যস্ত রাখার জন্য। জীবনে ইচ্ছে ছিল ভালো কোন চাকরি করবো এই ইচ্ছে নিয়ে পড়াশোনা করি।আমি একজন পোস্ট গ্রাজুয়েট (এম,এস,এস সমাজবিজ্ঞান) কিন্তু ভালো কোন চাকরি না পাওয়ায় এখন গৃহিণী। তাতে আর কোন দুঃখ নেই। তবে আপনাদের মত ভালো বন্ধু পেলে সব দুঃখ দুর হবে ইনশাআল্লাহ।