বাজরিগার পাখি পালন করে ভাগ্য পরিবর্তন।
ব্যাবসার পাশ পাশি বাজরিগার পাখি পালন করে মাসে ১০হাজার থেকে ২০হাজার টাকা উপার্জ করা সম্বব।
বাজরিগার পাখি পালকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বাজরিগার লালন পালন ও এর যত্ন কীভাবে নিতে হবে , কি কি করনীয় তুলে ধরার চেষ্টা করেছি।
আপনি কি শখ করে বাজরীগার পালতে চান?
১। আকারে বড় থেকে একটা কেস কিনুন , তারপর ভালো একজন ব্রিডারের কাছ থেকে কিছু বাজরীগারের বাচ্চা কিনুন। বাচ্চার বয়স হবে ৬থেকে৭মাস
২। এরা কি খায়, এদের ভালো রাখার টিপস, এগুলো নেট থেকে বই থেকে স্টাডি করে নিবেন।
৩। আপনার আশে পাশের একজন ভালো ব্রিডারের সু সম্পর্ক রাখুন।
৪। বাজরীগারের বয়স ৮ মাস হলে আলাদা কেস কিনুন , প্রতি পেয়ার এর জন্য একটা করে , তারপর ব্রিডিং মুডে আসলে হাঁড়ি দিন।
৫। যারা সৌখিন বাজরীগার পালক, তাদের সাথে সূ-সম্পর্ক রাখেন।
৬। বাজরীগার পালনকে একটা আর্ট হিসেবে নিন, বাজরীগারকে টেম করেন।
৭। নবীন পাখী পালকদের আপনার অবিকগতা, আপনার মুল্যবান টিপস দিয়ে সাহায্য করুন, আপনার নিজ থেকে কিছু ভালো জাতের পাখী স্বল্প দামে দিয়ে সাহায্য করুন।
৮। বাজরীগারেরা অসাধারণ পাখী, তা সবাইকে জানান, এদের ভাল