যেখানে পথ শেষ হয়, সেখানেই গল্প শুরু। “পথের পাঁচালি” চ্যানেলে আমরা বলি সেই গল্প—যা রাস্তার ধুলায় লুকানো, পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা, কিংবা নদীর বুকে ভেসে যাওয়া।আপনি যদি হন এক পথপ্রেমী, তবে এই যাত্রায় আপনাকে স্বাগতম! চলুন হারিয়ে যাই অজানায়...