New Nahid Beej Vander

নাহিদ বীজ ভান্ডার বাংলাদেশের হাইব্রিড এবং ননহাইব্রিড সবজী বীজ জগতের অগ্রদূত হিসেবে বিবেচিত এবং সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে জামালপুর সীড,ইউনাইটেড সীড,লাল তীর সীড,এ আর মালিক সীড,মল্লিকা সীড,মাসুদ সীড,মেটাল সীড,এ সি আই সীড,মাসুদ সীড,ইষ্ট বেঙ্গল সীড, সহ বিশ্বের স্বনামধন্য ব্রিডিং কোম্পানীগুলোর মানসম্পন্ন বীজ এদেশে বাজারজাত করে আসছে। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় কোম্পানীর একটি গবেষণা ও জাত উন্নয়ন (আরএন্ডডি) খামার রয়েছে।

নাহিদ বীজ ভান্ডার সব কোম্পানির সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে, যাতে কৃষক তার উৎপাদিত কৃষিপণ্য থেকে সর্বোচ্চ লাভবান হতে পারেন।


নাহিদ বীজ ভান্ডার
চিতলমারী,বাগেরহাট
মোবাইল:01910340563,,01610340563