ছাগল, গাড়ল ও গবাদিপশু পালন, জৈবসার উৎপাদন, ফুল, ফল ও সবজি চাষের সমন্বিত কৃষি উদ্যোগ| যশোর জেলার চৌগাছা উপজেলার টেংগুরপুর গ্রামে গড়ে উঠেছ এই দৃষ্টিনন্দন কৃষি প্রকল্পটি| ইতিমধ্যেই এই খামারটি দেখে অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলের অনেক শিক্ষিত যুবক কৃষিতে আগ্রহী হয়ে উঠছে| পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের কৃষিখাতকে অনন্য স্তরে নিয়ে যাওয়াই আমাদের প্রত্যয়| নিরাপদ কৃষি মানেই নিরাপদ প্রজন্ম| আর তাই নিরাপদ প্রজন্ম গড়ে তোলার এই উদ্যোগে আপনিও সামিল হোন| নিরাপদ পদ্ধতিতে গবাদিপশু পালন ও জৈব পদ্ধতিতে সবজি, ফল চাষ সম্পর্কে নানান কিছু জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন|