Anusandhan

যেখানেই পাইবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন” – আমাদের এই ব্লগের উদ্দেশ্যও খানিক তাই। আমাদের এই বর্তমানকে বোঝার জন্য অতীতকে ফিরে দেখার ছোট্ট প্রয়াস। আমাদের চিন্তা ভাবনা, সমাজ চেতনা, রাজনীতি থেকে দর্শন, ধর্ম থেকে অর্থনীতির আধুনিক চেহারায় উপনীত হওয়ার ইতিহাস। ইতিহাস কি শুধুই কয়েকটা সাল তারিখ আর যুদ্ধ জয়ের বিবরণ? না। ইতিহাস হলো সেই পথ যে পথে পৃথিবী চলছে হাজার হাজার বছর। যুগ যুগান্তর ধরে আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন আশা পরিশ্রম বুদ্ধি মেধার সমন্বয়ে যে পথ তৈরি হয়েছে। যে পথ তৈরি হয়ে চলেছে প্রতিদিন। যে পথ নিত্য নির্মীয়মান। ইতিহাস শুধু বিজয়ীর জয়গাথা নয়। ইতিহাস হাজার বছর ধরে পথ হাঁটতে হাঁটতে মানুষের উত্থান পতনের রোজনামচা গল্প বলে। ইতিহাস তার অন্তরে জমিয়ে রেখেছে সেই হাসিকান্নার যাপন, যাকে অনুসন্ধান করাই আমাদের উদ্দেশ্য। সাল তারিখের শুকনো চর্চার বাইরে ভিন্ন আলোকে ফেলে আসা জীবনকে জানা; অতীতের খুঁটিনাটি কথাকে আধুনিক আঙ্গিকে সর্বজনবোধ্য ভাবে পরিবেশনের জন্যই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা – অনুসন্ধান। অতীতের হাত ধরে বর্তমানকে নতুন চোখে চেনার প্রয়াস।